ক্রীড়া প্রতিনিধি ।। শেষ ম্যাচেও হেরেছে ত্রিপুরা। তাও ইনিংস সহ ৮ রানের ব্যবধানে গ্রুপের দুর্বলতম উত্তরাখণ্ডের কাছে। কোচবিহার ট্রফি অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে গ্রুপ পর্যায়ের খেলায় পঞ্চম তথা শেষ ম্যাচে উত্তরাখণ্ডের কাছে এক প্রকার পর্যুদস্ত হয়ে ত্রিপুরার ক্রিকেটাররা ঘরে ফেরার টিকিট কেটে নিয়েছে। ৮১ রানে প্রথম ইনিংস গুটিয়ে যাওয়া দল ত্রিপুরা নিশ্চিত পরাজয়ের সম্মুখীন ছিল।
তবুও আশা ছিল অন্ততপক্ষে ইনিংস পরাজয় এড়াতে পারবে। সুযোগও ছিল। দিলিতে ৬ রানের পাশাপাশি পুরো ১০ উইকেট হাতে নিয়ে ত্রিপুরার সামনে ইনিংস পরাজয় এড়ানোর জন্য প্রয়োজন ছিল ১৩৭ রানের। সে অবস্থায় আজ ৩৮.২ ওভার খেলেই সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান যোগ করে দলকে ১৩৫-এ গুটিয়ে নিতে বাধ্য করেছে। দলের পক্ষে ব্যাক্তিগত রান বলতে আনন্দ ভৌমিকের ৩৭ উল্লেখ করার মতো। উত্তরাখণ্ডের বোলার আনমোল প্রথম ইনিংসে ৫ উইকেটের মতো দ্বিতীয় ইনিংসেও একাই চার উইকেট দখল করে ত্রিপুরার শিবিরে ধস নামিয়ে দেয়। ইনিংস সহ ৮ রানের ব্যবধানে জয়ী হওয়ার সুবাদে উত্তরাখণ্ড বোনাস সহ ৭ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। ত্রিপুরার অবস্থান ৬ দলের গ্রুপে ৫ নম্বর স্থানে রয়েছে। সন্তুষ্টি এতোটুকুই যে, বিহারের উপরে রয়েছে।
সংক্ষিপ্ত ফলাফল: ত্রিপুরা:- প্রথম ইনিংসে ৮১ ও দ্বিতীয় ইনিংসে ১৩৫ রান। উত্তরাখণ্ড: – প্রথম ইনিংসে ২২৪ রান।