ক্রীড়া প্রতিনিধি।। দিল্লিতে ত্রিপুরার ক্রিকেটাররা গভীর সংকটে রয়েছে। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ইনিংস পরাজয় এড়াতে রাজ্য দলের এখনও ১৩৭ রান প্রয়োজন। হাতে উইকেট রয়েছে অবশ্যই দশটি। প্রথম ইনিংসে ৮১ রানে ফুরিয়ে যাওয়া দলকে নিয়ে লড়াই কতটা হয় সেটাই দেখার। দ্বিতীয় দিনের খেলার শেষদিকে উত্তরাখণ্ড ২২৪ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে।
ত্রিপুরার ক্রিকেটাররা দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তিন ওভারে ছয় রান সংগ্রহ করতে সক্ষম হয়। সোমবারে রাজ্য দল প্রথম ইনিংসে মাত্র ৮১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল। এদিন ১৫৮ রান সহ ৫ উইকেট হাতে নিয়ে খেলা শুরু করে দেবরাজ দে, সঞ্জয় দেবনাথ ও আনন্দ ভৌমিক-এর বোলিং দাপটে উত্তরাখণ্ড ৬৮ রান যোগ করে মোট ২২৪-এ শেষ করে। দেবরাজ চারটি, আনন্দ তিনটি এবং সঞ্জয় দুটি উইকেট পায়। ১৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ত্রিপুরা দিনের শেষে ৬ রানে থামে। আজ ম্যাচের তৃতীয় দিনের খেলায় ত্রিপুরার ওপেনাররা আরমান হোসেন ৪ রানে এবং দ্বীপজয় দেব ২ রানে মাঠে নামবে।