ক্রীড়া প্রতিনিধি ।। এগিয়ে চলো সংঘ ও চাম্পামুড়া জয়ের ধারা অব্যাহত রেখেছে। প্রথম জয়ের স্বাদ পেয়েছে জুটমিল কোচিং সেন্টার এবং শান্তিরবাজার ক্রিকেট দল। টিসিএ আয়োজিত মহিলাদের আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মঙ্গলবার দুটি করে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে প্রথম খেলায় এগিয়ে চলো সংঘ ৬৯ রানের ব্যবধানে খোয়াইকে পরাজিত করেছে। টস জিতে এগিয়ে চলো সংঘ প্রথমে ব্যাট সিদ্ধান্ত নিয়ে সীমিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে অম্বিকা দেবনাথের ৬৯ রান এবং ঋজু সাহার অপরাজিত ৫৬ রান করে।
জবাবে খোয়াই ৫ উইকেটে ৯২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। একই মাঠে দ্বিতীয় খেলায় চাম্পামুড়া ৭৪ রানের ব্যবধানে ক্রিকেট অনুরাগীকে পরাজিত করেছে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে সীমিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইন্দ্ররানি জমাতিয়া চমৎকার ৯৭ রান করে। জবাবে ক্রিকেট অনুরাগী ৮ উইকেটে ৭৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ঝুমকি দেবনাথ সর্বাধিক ৫৬ রান পায়। বোলিংয়ে চাম্পামুড়া দলের শিউলি চক্রবর্তী ৮ রানে ৪ উইকেট পেয়েছে। এমবি স্টেডিয়ামে প্রথম খেলায় জুটমিল কোচিং সেন্টার ৭ উইকেটে মোহনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন দলকে পরাজিত করেছে। মোহনপুর টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সীমিত ২০ ওভারে ৪ উইকেটে ৬৭ রান সংগ্রহ করে। জবাবে জুটমিল কোচিং সেন্টার ১০ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। একই মাঠে দ্বিতীয় খেলায় শান্তিরবাজার ৮৮ রানে বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনকে পরাজিত করেছে। টস জিতে বিলোনিয়া ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে শান্তিরবাজারকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে তারা সীমিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে মেঘা সরকার সর্বোচ্চ ৫১ রান পায়। জবাবে ব্যাট করতে নেমে বিলোনিয়া ক্রিকেট দল ৭১ রানে ইনিংস গুটিয়ে নেয়। আজ পুলিশ ট্রেনিং অ্যাক্যাডেমি গ্রাউন্ডে দুই বেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।