ক্রীড়া প্রতিনিধি।। প্রথম ইনিংসে লিড উত্তরাখণ্ডের। ত্রিপুরা দলের ব্যাটিং ব্যর্থতার ট্রেডিশন যেন লেগেই রয়েছে। কোচবিহার ট্রফিতে প্রথম দিনেই ১৫ উইকেটের পতন ঘটেছে। তবে ত্রিপুরা দলের ব্যাটিং ব্যর্থতার দায়ে উত্তরাখণ্ড প্রথম ইনিংসে লিড নিয়ে দিনের শেষে ৭৭ রানে এগিয়ে রয়েছে। লিগ পর্যায়ের শেষ ম্যাচ দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে সকালে শুরুতে টস জিতে উত্তরাখণ্ড প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
রাজ্যদল ব্যাট হাতে নেমে ৩৩.৫ ওভার খেলে ৮১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে দুর্লভ রায়ের সর্বাধিক ৪০ রান উল্লেখ করার মতো। উত্তরাখণ্ডের আনমোল একাই পাঁচটি উইকেট তুলে নিয়েছে ২৪ রানের বিনিময়ে। এছাড়া, ডি পি সিং পেয়েছে তিনটি। জবাবে ব্যাট করতে নেমে উত্তরাখণ্ড দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৪৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে দিব্যম রাওয়াতের ৫২ রান এবং শাশ্বত দঙ্গালের ৫৪ রান উল্লেখযোগ্য। রাজ্য দলের দেবরাজ রায় ৫১ রানে ৩টি উইকেট পেয়েছে। সঞ্জয় দেবনাথ ও অর্কজিৎ দাস পেয়েছে একটি করে উইকেট। দ্বিতীয় দিনে আজ উত্তরাখণ্ড ৭৭ রানে লিড নিয়ে খেলতে নামবে। ১৫ রানে রোহি এবং কার্তিক ভাট ৯ রানে উইকেটে রয়েছেন।