ক্রীড়া প্রতিনিধি ।। ঘরোয়া মহিলা ক্রিকেটের আসরে খোয়াই, এগিয়ে চলো, ক্রিকেট অনুরাগী এবং চাম্পামুড়া – এই চারটি দলই জয় দিয়ে সূচনা করেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহিলাদের আমন্ত্রণমূলক টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট সোমবার থেকে শুরু হয়। উদ্বোধনী দিনে দুই মাঠে দুটো করে চারটি ম্যাচ হয়েছে। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে দিনের প্রথম খেলায় খোয়াই ২৬৬ রানের বিশাল ব্যবধানে আগরতলা কোচিং সেন্টারকে পরাজিত করেছে।
টস জিতে খোয়াই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সীমিত ২০ ওভারে ২৭৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে অনামিকা দাস এর অপরাজিত অপরাজিত শতরান (১০২) উল্লেখযোগ্য। জবাবে ব্যাট করতে নেমে আগরতলা কোচিং সেন্টার সীমিত ওভারে ৪ উইকেটে ১৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। একই মাঠে বেলা একটায় দিনের অপর খেলায় ক্রিকেট অনুরাগী ৯৬ রানে বিলোনিয়াকে পরাজিত করেছে। টস জিতে ক্রিকেট অনুরাগী প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ২০ ওভারে ৫ উইকেটে তারা ১৭০ রান সংগ্রহ করে। জবাবে বিলোনিয়া ৬ উইকেটে ৭৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। বিজয়ী দলের পক্ষে ঝুমকি দেবনাথ সর্বাধিক ৮৪ রান করে। এমবিবি স্টেডিয়ামে সকাল ন’টায় প্রথম খেলায় এগিয়ে চলো সংঘ ৯ উইকেটের ব্যবধানে জুটমিল কোচিং সেন্টারকে পরাজিত করেছে। টস জিতে জুটমিল কোচিং সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে মাত্র ১৩ রানে ইনিংস গুটিয়ে নেয়। এগিয়ে চলো সংঘ ১৫ বল খেলে ১ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। এই ম্যাচের মধ্য দিয়ে রাজধানীর প্রথম সারির ফুটবল ক্লাবটি ক্রিকেটেও যাত্রা শুরু করেছে। একই মাঠে বেলা একটায় অপর খেলায় চাম্পামুড়া কোচিং সেন্টার ৯ উইকেটের ব্যবধানে শান্তিরবাজারকে হারিয়ে দেয়। টস জিতে শান্তিরবাজার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সীমিত ২০ ওভারে ৪ উইকেটে ৯১ রান সংগ্রহ করে। জবাবে চাম্পামুড়া ১০.৩ ওভার খেলে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। বিজয়ী দলের পক্ষে ইন্দ্ররানি জমাতিয়ার অপরাজিত ৫৮ রান উল্লেখযোগ্য। আজও দুই মাঠে দুই বেলায় দুটি করে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে, সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১১ দিন ব্যাপী এই আসরের সূচনা করেন সমাজসেবী তথা মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব। ছিলেন রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি ডা. মানিক সাহা, যুগ্ম সচিব কিশোর কুমার দাস সহ অন্যান্যরা। আগামী ৬ জানুয়ারী আসরের ফাইন্যাল ম্যাচটি হবে।