Wednesday, January 22, 2025
বাড়িখেলা‘ম্যানচেস্টার সিটির মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়’

‘ম্যানচেস্টার সিটির মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়’

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২১ ফেব্রুয়ারি: ইংলিশ প্রিমিয়ার লিগের গত এক যুগের সফলতম ক্লাব ম্যানচেস্টার সিটি। কিন্তু ইউরোপ সেরা হতে পারেনি তারা ক্লাবের ইতিহাসে একবারও। গত আসরে সেমি-ফাইনালে তারা শেষের নাটকীয়তায় অবিশ্বাস্যভাবে হেরে যায় রিয়াল মাদ্রিদের কাছে। আগের মৌসুমে ফাইনালে ফেভারিট হয়েও হেরে যায় চেলসির কাছে।এবার ট্রফির অভিযানে শেষ ষোলোর লড়াইয়ে বুধবার তারা মুখোমুখি হবে জার্মান ক্লাব লাইপজিগের। তবে শুধু এই ম্যাচে নয়, উয়েফার ওয়েবসাইটে সাক্ষাৎকারে এদেরসন বললেন, তাদের দৃষ্টি ট্রফিতে।“এটিই আমাদের মূল লক্ষ্য, এই ক্লাবের মূল লক্ষ্য। আমরা এই ট্রফি জয়ের চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব। এ বছরও ফাইনালে খেলতে এবং ট্রফির জন্য চ্যালেঞ্জ করতে যথেষ্টরও বেশি সামর্থ্য আমাদের আছে। আমাদের দলটা দারুণ মানসম্পন্ন এবং গত ৫-৬ বছরে প্রিমিয়ার লিগ, লিগ কাপ, এফএ কাপ, কমিউনিটি শিল্ডের শিরোপা জয়ে তা ফুটে উঠেছে।”“এখন এই শিরোপা (চ্যাম্পিয়ন্স লিগ) প্রয়োজন ক্লাবের। ফুটবলারদেরও চাওয়া এটি, ম্যানেজার (পেপ) গুয়ার্দিওলার চাওয়াও এটিই। আমরা আবার তা চেষ্টা করব, এই ট্রফিকে তাড়া করব।”লাইপজিগের বিপক্ষে ম্যাচে পরিষ্কার ফেভারিট হয়েই নামবে ম্যানচেস্টার সিটি। তবে ব্রাজিলিয়ান এই গোলরক্ষকের মতে, প্রতিপক্ষকে হালকা ভাবে দেখার সুযোগ নেই।“ভালো কিছু ফুটবলার নিয়ে তারা দারুণ একটি দল। আমরা তাই প্রস্তুত। আশা করি আমরা ভালো খেলব। তবে ম্যাচটি সহজ হবে না। চ্যাম্পিয়ন্স লিগে সহজ ম্যাচ বলে কিছু নেই।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য