Thursday, March 30, 2023
বাড়িখেলাপ্রায় এক যুগ পর টিকিটের দাম বাড়াল ম্যানচেস্টার ইউনাইটেড

প্রায় এক যুগ পর টিকিটের দাম বাড়াল ম্যানচেস্টার ইউনাইটেড

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২১ ফেব্রুয়ারি: ম্যাচ আয়োজনের সার্বিক খরচ অনেকটা বেড়ে যাওয়ায় টিকিটের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত, বিবৃতিতে জানায় ম্যানচেস্টার ইউনাইটেড। গত ৫ বছরে ম্যাচ আয়োজনের খরচ ৪০ শতাংশ বেড়েছে বলে জানায় ক্লাবটি, গত ১২ মাসেই বেড়েছে ১১ শতাংশ। দাম বাড়ানোর পরও দর্শকদের সার্বিক খরচ ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে কমের মধ্যে থাকবে, বিবৃতিতে দাবি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। “ক্লাবকে টেকসই ভিত্তিতে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবেই ২০২৩-২৪ মৌসুম থেকে টিকিটের মূল্য সামান্য বাড়ানো হয়েছে। বর্তমান মূল্যস্ফীতির তুলনায় টিকিটের মূল্য যথেষ্টই কম বেড়েছে। ওল্ড ট্র্যাফোর্ডে টিকিটের মূল্য, ম্যাচের দিন খাবার ও পানীয় প্রিমিয়ার লিগের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মধ্যেই থাকছে। অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের জন্য মৌসুমি টিকিটের মূল্য বাড়ানো হয়নি। ৬৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য মৌসুমি টিকিটে ৫০ শতাংশ ছাড়ও থাকছে আগের মতোই। ঐতিহ্যবাহী এই ক্লাবটি বিক্রি করে দেওয়া হতে পারে বলে সাম্প্রতিক সময়ে আলোচনা চলছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য