নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার সুপ্রিম কোর্টে নিযুক্ত হওয়া পাঁচজন নতুন বিচারপতি আগামীকাল সোমবার ৬ ফেব্রুয়ারি সকাল ১০.৩০ টায় শপথ নেবেন বলে শীর্ষ আদালত সূত্র জানিয়েছে।
ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার নতুন ভবন কমপ্লেক্সে সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে পাঁচ বিচারপতিকে শপথ পাঠ করাবেন।প্রসঙ্গত, সুপ্রিম কোর্টর বিচারপতি নিয়োগের জন্য দেশের শীর্ষ আদালতের কলেজিয়ামের সুপারিশে শিলমোহর দেয় কেন্দ্রীয় সরকার। গত বছর ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের কলেজিয়াম পাঁচ বিচারপতিকে দেশের শীর্ষ আদালতে নিয়োগের সুপারিশ করেছিল।
সুপ্রিম কোর্টে পাঁচজন নতুন বিচারপতিরা হলেন বিচারপতি পঙ্কজ মিথাল (রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি সঞ্জয় করোল (পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি পি.ভি. সঞ্জয় কুমার (মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ (বিচারক, পাটনা হাইকোর্ট)। এবং বিচারপতি মনোজ মিশ্র (বিচারক, এলাহাবাদ হাইকোর্ট)।