ক্রীড়া প্রতিনিধি ।। সর্বভারতীয় ক্রীড়া সাংবাদিক সংগঠন স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার পরিচালন কমিটিতে একটানা পঞ্চমবার সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের সভাপতি তথা স্যন্দন পত্রিকার ক্রীড়া সম্পাদক বরিষ্ঠ সাংবাদিক সরযূ চক্রবর্তী। এনিয়ে একটানা পঞ্চমবার ফেডারেশনের সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন ত্রিপুরার ভেটারেন এই ক্রীড়া সাংবাদিক।
সব ইউনিট থেকে ভোট পেয়েছেন সরযূ। এছাড়া প্রথমবারের মত এক্সিকিউটিভ কমিটি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ত্রিপুরার আরও একজন বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। এস জে এফ আই-এর বার্ষিক সাধারন সভা মঙ্গলবারে অনুষ্ঠিত হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম বাণিজ্য শহর গুয়াহাটিতে ফেডারেশনের ৪৩-তম বার্ষিক সাধারণ সভায় কোভিড বিধি মেনে প্রতিটি রাজ্য তথা ইউনিট থেকে একজন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন। ত্রিপুরা থেকে সচিব সুপ্রভাত দেবনাথ অংশ নেন। গুয়াহাটির অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত বার্ষিক সাধারন সভায় সম্পাদক এ. বিনোদ ও কোষাধ্যক্ষ প্রশান্ত কেনি বিগত অর্থ বছরের সম্পাদকীয় প্রতিবেদন এবং আয়-ব্যয়ের হিসেব পেশ করলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। সাধারণ সভায় পৌরহিত্য করেন বিদায়ী সভাপতি সুবোধ মল্ল বড়ুয়া। শুরুতে ত্রিপুরার প্রয়াত ক্রীড়া সাংবাদিক গৌতম কর ভৌমিক সহ দেশের একাধিক ক্রীড়া সাংবাদিক এবং ভাতৃপ্রতিম প্রয়াত সাংবাদিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তী সময়ে ২০২১-২৩ এর জন্য গোপন ব্যালটে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন পরিচালন কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটি — সভাপতি: এ. বিনোদ (কেরালা), সহ-সভাপতি: সরযূ চক্রবর্তী (ত্রিপুরা), সম্বিত মহাপাত্র (ওড়িশা), বিকাশ পান্ডে (ইন্দোর), দেবেন্দ্র পান্ডে (মুম্বাই), সাধারণ সম্পাদক: প্রশান্ত কেনি (মুম্বাই), যুগ্ম-সম্পাদক: অমিতাভ দাস শর্মা (কলকাতা), কোষাধ্যক্ষ: বিদ্যুৎ কলিতা (আসাম), কার্যকরী সদস্য: সুপ্রভাত দেবনাথ (ত্রিপুরা), পার্থ চক্রবর্তী (আসাম), নীলেশ দেশপান্ডে (নাগপুর), অমল কারহাৎকার (মুম্বাই), তুষার ত্রিবেদী (গুজরাট), সি. সন্তোষ কুমার (তামিলনাড়ু), সুশীম ঘোষ (আসাম)। সবশেষে বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্বভার অর্পণ করে। বৈঠকে উত্থাপিত বেশকিছু প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে নবনির্বাচিত কমিটি উদ্যোগ নেবে বলে সভায় জানানো হয়।