নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): সংসদের অভ্যন্তরে আন্দোলন চলছিলই, এবার রাজ্যসভার ১২ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়ে রাস্তায় নামল বিরোধীরা। মঙ্গলবার দুপুরে সংসদ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন বিরোধীরা। মিছিল সামিল হন সাসপেন্ড হওয়া সমস্ত সাংসদরা, পাশাপাশি অন্যান্য বিরোধীরাও মিছিলে পা মেলান। সংসদ চত্বর থেকে বিজয় চক পর্যন্ত যায় ওই মিছিল।
কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাহুল গান্ধী এদিন বলেছেন, “বিলের পর বিল পাশ হয়ে যাচ্ছে সংসদে। এভাবে সংসদ চালানো যায় না। প্রধানমন্ত্রী সংসদে আসেন না। জাতীয় গুরুত্বের কোনও ইস্যু উত্থাপন করার অনুমতি নেই আমাদের। এটা গণতন্ত্রের দুর্ভাগ্যজনক হত্যা।” রাহুল আরও বলেছেন, “১২ সাংসদকে সাসপেন্ড করে ভারতীয় জনগণের কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়া হচ্ছে। তাঁরা কোনও অন্যায় করেননি। আমাদের সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে দেওয়া হয় না।”
১২ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করতেই হবে, এই দাবিতেই অনড় বিরোধীরা। সরকার বলছে, ক্ষমা চাইতে হবে সংশ্লিষ্ট সাংসদদের। দুই পক্ষই অনড়, আর তা নিয়েই অচলাবস্থা জিইয়ে রয়েছে রাজ্যসভায়। মঙ্গলবার রাজ্যসভার অধিবেশন শুরু হতেই ১২ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সরব হন বিরোধীরা। স্লোগান চলতে থাকে। রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী সাংসদরা। তৃণমূলের সুখেন্দু শেখর রায় অবশ্য অধিবেশনে অংশ নেন।