Friday, October 18, 2024
বাড়িখেলারুদ্ধশ্বাস ম্যাচে ন্যূনতম গোলে জয় ছিনিয়ে বি-ডিভিশন সূচনা মৌচাকের

রুদ্ধশ্বাস ম্যাচে ন্যূনতম গোলে জয় ছিনিয়ে বি-ডিভিশন সূচনা মৌচাকের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। রুদ্ধস্বাস ম্যাচে জয় হাসিল করে নিলো মৌচাক ক্লাব। বি-ডিভিশন ফুটবলের উদ্বোধনী ম্যাচে শুক্রবার পুলিশ মাঠে ঘটলো এই ঘটনা। সুবাদে তিন পয়েন্ট অর্জন করে নিলো শহর দক্ষিণাঞ্চলের এই ক্লাবটি। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন প্রীতম সরকার। সুবাদে মৌচাক শিবির ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিলো ত্রিপুরা স্পোর্টস স্কুলকে। ম্যাচটা বেশ জমজমাট হলো। রেফারির বাঁশীতে হুইসেল বাজার সঙ্গে সঙ্গেই বল দখলের লড়াইয়ে বেশ জমে ওঠে দিনের ম্যাচটি।

শক্তিশালী স্পোর্টস স্কুলকে সেয়ানে সেয়ানে টক্কর দেয় মৌচাকের খেলোয়াড়রা। বল দখলের লড়াইয়ে বেশ উৎসাহ নিয়েই মাঠে উপস্থিত দর্শকরা উপভোগ করেন ম্যাচটি। গোল আদায়ের লক্ষ্যে দু দলই আক্রমণ প্রতিআক্রমণে যায়। তবে ভাগ্য মন্দ দুদলের। প্রথমার্ধে কোনো দলই গোলের মুখ খুলতে পারে নি। এর জন্য কিন্তু অবশ্যই কৃতিত্ব দিতে হবে উভয় দলের রক্ষণ ভাগকেই। জমাটি প্রাচীর বনে রইলো একদিকে জয় কিষান তো অপরদিকে সবাত জমাতিয়া। যাক কিছুই তো করার নেই। যথারীতি বিরতি কাটিয়ে ফের শুরু হলো ম্যাচ। বল কখনো স্পোর্টস স্কুলের অর্ধে তো কখনো আবার মৌচাক শিবিরে। পাওয়ারফুল ফুটবল খেলে দু দলই। তবে আসল কাজটা হচ্ছিল না। মৌচাকের পক্ষে এই অর্ধে এরন ডারলং নিশ্চিত দুটো সুযোগ হাতছাড়া করে। সময় তো কাটছিল নিজের মতো করেই। দ্বিতীয়ার্ধের তখন ৩০ মিনিট। মৌচাকের পক্ষে প্রীতম সরকার জাল নাড়িয়ে দেয় স্পোর্টস স্কুলের। এই একটি গোলই ম্যাচের চিত্র ঘুরিয়ে দেয়। অবশিষ্ঠ সময়টাতে স্পোর্টস স্কুলের ফুটবলাররা নিজেদের কোয়ালিটি দিয়ে গোলটা পরিশোধ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা আর হয়ে উঠে নি। সুবাদে জয় দিয়েই এবছর মরশুম শুরু করলো মৌচাক ক্লাব। ম্যাচটি পরিচালনা করেন রেফারি বিপ্লব সিনহা।


সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য