Friday, October 18, 2024
বাড়িজাতীয়চোখের জলে বিদায় বিপিন রাওয়াতকে, শ্রদ্ধা নিবেদন স্বরাষ্ট্রমন্ত্রী-সহ বিশিষ্টদের

চোখের জলে বিদায় বিপিন রাওয়াতকে, শ্রদ্ধা নিবেদন স্বরাষ্ট্রমন্ত্রী-সহ বিশিষ্টদের


নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): চোখের জলে বিদায় নিলেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক (চিফ ও ডিফেন্স স্টাফ) জেনারেল বিপিন রাওয়াত। শ্রদ্ধা জানানো হয়েছে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতকেও। শুক্রবার সকালে নিজস্ব বাসভবনে নিয়ে আসা হয় বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর মরদেহ। সেখানে তাঁদের শেষশ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, হরিশ সিং রাওয়াত, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজল প্রমুখ।  শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রমুখ। বাবা ও মা’কে শ্রদ্ধা জানিয়েছেন বিপিন রাওয়াত ও মধুলিকা রাওয়াতের দুই মেয়ে কৃতিকা ও তারিণী।
গত বুধবার তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি জঙ্গলে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান দেশের প্রথম চিফ ও ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী-সহ ১৩ জন।গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। দিল্লির সেনা ছাউনিতে শুক্রবার বিকেলে প্রয়াত সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকার শেষকৃত্য হবে। দিল্লি সেনা ছাউনির ব্রার স্কোয়্যার অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য।শুক্রবার সকালেই দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারে নিয়ে আসা হয় প্রয়াত ব্রিগেডিয়ার এল এস লিড্ডড়ের মরদেহ। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিন বাহিনীর প্রধান সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণে, নৌবাহিনী প্রধান আর হরি কুমার ও বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার প্রমুখ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য