Saturday, January 25, 2025
বাড়িখেলারোনালদোর কাছে আল নাসর কোচের চাওয়া

রোনালদোর কাছে আল নাসর কোচের চাওয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৯জানুয়ারি: ম্যানচেস্টার ইউনাইটেডে চলতি মৌসুমে ভুলে যাওয়ার মতো কিছু দিন কাটিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন দেশে, নতুন ক্লাবে কি নিজেকে আবার ফিরে পাবেন পর্তুগিজ তারকা—ফুটবল বিশ্বে এখন শোনা যাচ্ছে এমন প্রশ্ন। আল নাসরের কোচ রুডি গার্সিয়াই–বা রোনালদোর কাছে কী চান!রোনালদো সৌদি আরবে কতটা আলো ছড়াতে পারবেন—প্রশ্নটা করা হয়েছিল তাঁর নতুন কোচ রুডি গার্সিয়াকে। আল নাসরের ফরাসি কোচ রোনালদোকে নিয়ে আশাবাদী। সময়ের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে কী করতে চান, সেই পরিকল্পনা এরই মধ্যে করে ফেলেছেন লিল, লিওঁ ও মার্শেইয়ের সাবেক কোচ। গার্সিয়া সাংবাদিকদের রোনালদোকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেনও।

বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে আল নাসরে পেয়ে খুশি গার্সিয়া। তাঁকে ঘিরে আপাতত একটি চাওয়াই আছে আল নাসরের ফরাসি কোচের, ‘আমি এখন একটি জিনিসই চাইছি—রোনালদো আবার তার খেলার আনন্দ এবং হাসি ফিরে পাক।’সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যায়নি রোনালদোর। ইউনাইটেডে একপ্রকার ব্রাত্য হয়ে পড়েছিলেন পর্তুগালের তারকা। বিশ্বকাপে যাওয়ার আগে পিয়ার্স মরগানের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনাইটেডের কোচ আর কর্মকর্তাদের সমালোচনা করে তোপের মুখে পড়েন। বিশ্বকাপে পর্তুগালের হয়েও ভালো কাটেনি তাঁর সময়। প্রত্যাশা অনুযায়ী ভালো তিনি খেলতে পারেননি। এরপর তো পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস তাঁকে বেঞ্চে বসিয়ে রাখেন।সব মিলিয়ে তাঁর নতুন কোচ গার্সিয়া চাইছেন, রোনালদোর এই দুঃসময় দ্রুত কেটে যাক, ‘গত কয়েক মাস ম্যানচেস্টার ইউনাইটেড আর জাতীয় দলে তার সময়টা সহজ ছিল না। ব্যক্তিগতভাবেও সে ঝামেলায় ছিল। সে যদি আবার খেলার আনন্দ ফিরে পায়, এটাও হবে একটা লক্ষ্য অর্জন।’মুক্ত খেলোয়াড় হিসেবে আল নাসরে নাম লেখানো রোনালদো বছরে আয় করবেন প্রায় ২১ কোটি মার্কিন ডলার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য