Saturday, January 18, 2025
বাড়িখেলাইউরোপে ‘সবকিছু জিতে’ এখন এশিয়ায় তাকিয়ে রোনালদো

ইউরোপে ‘সবকিছু জিতে’ এখন এশিয়ায় তাকিয়ে রোনালদো

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩১ ডিসেম্বর: ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর মাস দেড়েক দলবিহীন থাকা রোনালদোর নতুন ঠিকানা অবশেষে জানা গেছে শুক্রবার। আড়াই বছরের জন্য তিনি নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে।তার চুক্তির আর্থিক বিষয়াদি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সমংবাদমাধ্যমের খবর, বছরে ২১ কোটি ডলারের বেশি আয় করবেন তিনি। এই অঙ্ক সত্যি হলে, এটি হবে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। চুক্তির পর বিবৃতিতে রোনালদো বলেন, নতুন অভিযান শুরু করতে তিনি মুখিয়ে আছেন। “ইউরোপিয়ান ফুটবলে যা জিততে চেয়েছি, তার সবকিছু জিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এশিয়ায় নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করার সঠিক সময় মনে করছি এখনই। ভিন্ন এক দেশে ও ভিন্ন লিগে নতুন এক অভিজ্ঞতার জন্য আমি রোমাঞ্চিত। আল নাসের ক্লাবের দৃষ্টিভঙ্গিও খুব অনুপ্রেরণাদায়ী।”“নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং একসঙ্গে ক্লাবকে সাফল্য এনে দিতে আমি রোমাঞ্চ নিয়ে অপেক্ষায়।” রোনালদোর মতো মহাতারকাকে নিজেদের আঙিনায় পেয়ে আল নাসের ক্লাবের উচ্ছ্বাসটা অনুমিতই। সৌদি পেশাদার প্রিমিয়ার লিগে ৯টি শিরোপা জিতেছে তারা। রোনালদোকে পেয়ে এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার আশা তারা করতেই পারে। তাদের বিবৃতিতে অবশ্য ফুটে উঠেছে আরও বড় কিছুর স্বপ্ন। “ইতিহাস গড়ার পথে এগিয়ে যাওয়ার চেয়েও বেশি কিছু এটা। এই চুক্তি শুধু আমাদের ক্লাবকে আরও বড় সাফল্য অর্জনের দিকেই এগিয়ে নেবে না, আমাদের লিগ ও গোটা জাতিকে অনুপ্রাণিত করবে এবং ছেলে-মেয়েদের সহায়তা করবে নিজেদের সেরাটা হয়ে উঠতে। তোমার নতুন ঘরে স্বাগত ক্রিস্তিয়ানো…।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য