স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩১ ডিসেম্বর: ভারতের গুজরাটে বাস ও গাড়ির সংঘর্ষের ঘটনায় ৯ জনের মৃত্যু ও ২৮ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।শনিবার ভোরের আগে গুজরাটের নাভসারিতে জাতীয় মহাসড়ক (এনএইচ) ৪৮-এ দুর্ঘটনাটি ঘটে।বাসটি সুরাটে প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসবের একটি অনুষ্ঠান শেষে ভালসাদে ফিরছিল; পথেই চালকের হার্ট অ্যাটাক হয়, নিয়ন্ত্রণ হারানো বাসটি পরে একটি টয়োটা ফরচুন গাড়িকে ধাক্কা দেয়।
বাস চালককে পরে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে এনডিটিভি।টয়োটা গাড়িটির ৮ আরোহীর সবাই মারা গেছে। বাসের আহত ২৮ জনের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর এনএইচ ৪৮ মহাসড়কে যানজট বেধে যায়। পুলিশ ক্রেনের সাহায্যে বাসটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের জন্য শোক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১৪ ডিসেম্বর আহমেদাবাদে প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন। উৎসব ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।