Thursday, November 21, 2024
বাড়িখেলাজয়পুরে বিজয় হাজারে ট্রফিতে অরুণাচলকে হারিয়ে শুরু ত্রিপুরার

জয়পুরে বিজয় হাজারে ট্রফিতে অরুণাচলকে হারিয়ে শুরু ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি ।। প্রত্যাশিত জয় দিয়ে শুরু ত্রিপুরার। প্রতিপক্ষ একেবারেই দুর্বলতম অরুণাচল প্রদেশকে ২১০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পুরো ৪ পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে ত্রিপুরা। বিজয় হাজারে ট্রফি ম্যাচে জয়পুরের স্টেডিয়ামে ত্রিপুরার মতো মেঘালয়, নাগাল্যান্ড মিজোরামও বুধবারে নিজ নিজ প্রথম ম্যাচে জয় পেয়েছে, তবে রানরেটের নিরিখে আট দলীয় এই প্লেট গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ত্রিপুরা।

 নেট রানরেট +৪.২০০। পরবর্তী ম্যাচগুলোতে এ ধরনের পারফরম্যান্স ধরে রাখতে পারলে হয়তো এলিটে ওঠার পথ সুগম করতে পারবে। সকালে জয়পুরে কে এল সাইনি স্টেডিয়ামে  টস জিতে অরুণাচল প্রদেশ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ত্রিপুরাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে নির্ধারিত ৫০ ওভারে বিশেষ করে সমিতের দুর্দান্ত শতরান এবং কে বি পবনের অর্ধশত রানের দৌলতে রাজ্যদল ৩৩৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। সমিত গোহিল ১২৮ বল খেলে ১০টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। এছাড়া পবন ৬৪, রজত দে ৪৪ এবং মণিশংকর মুরাসিং ৩৪ রানে অপরাজিত রয়ে যায়। অরুণাচলের অলরাউন্ডার  নাজিব সঈদ দুটি উইকেট পায়। জবাবে ব্যাট করতে নেমে অরুণাচল ৩৯.২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে নাজিবের অপরাজিত ৭৫ রান এবং ওপেনার ডোরিয়ার ১৫ রান ছাড়া আর কেউ দুই অংকে পৌঁছুতে পারেনি। ত্রিপুরার পেশাদার রাহিল শাহ ১৬ রানে চারটি, অজয় সরকার ১৫ রানে তিনটি এবং মণিশংকর  ৩০ রানে ২টি উইকেট পায়। আজ ত্রিপুরা দ্বিতীয় ম্যাচে মনিপুরের মুখোমুখি হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য