স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর। একেবারেই অনিশ্চয়তার খেলা ক্রিকেট। অনবদ্য লড়ে ম্যাচের চেহারা পাল্টে দিয়েছে বিহার। কোচবিহার ট্রফিতে বিহার এখন ত্রিপুরাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। আসলে রাজ্যদলের বোলাররা বিহারের তৃতীয় ও চতুর্থ উইকেটের জুটিতে এতটাই নাস্তানুবুদ হয়েছে যে বাধ্য হয়েছে প্রতিপক্ষকে লড়াইয়ে ফিরিয়ে আনতে। জয়ের লাগাম এখন বিহারের হাতে।
ত্রিপুরাকে জয় পেতে গেলে আজ চতুর্থ তথা শেষ দিনের খেলায় ৬ উইকেটের দখল নিতে হবে। যদিও দীপক এবং তরুণ কুমার সিং-এর উইকেট দুটো আনন্দ এবং অর্কজিৎ মিলে ভাঙতে সক্ষম হয়েছে। ত্রিপুরার বোলাররা শেষ দিনের শুরুতে ভীষণভাবে জ্বলে উঠলে হয়তো জয় ধরা দেবে। নাহলে জয়ের স্বাদ পেয়ে যাবে বিহার। শূন্য হাতে ত্রিপুরাকে আফসোস করতে হবে। বুধবারের ১৩৪ রানের সঙ্গে তিন উইকেট হাতে নিয়ে রাজ্যদল দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। ৩৯ বল খেলে মাত্র ১১ রান যোগ করে মোট ১৪৫ রানে ইনিংস গুটিয়ে নেয়।
জবাবে বিহার ২৬৯ রানের টার্গেট নিয়ে খেলা শুরু করে। বিহারের ক্রিকেটাররা ত্রিপুরার বোলারদের অনেকটা বুঝে নিয়ে সাফল্যের পথ বের করে ফেলে। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে বিহার ৪ উইকেট হারিয়ে ১৯৯ রানে থেমেছে। দলের পক্ষে দীপকের ৮৪ রান এবং তরুণ কুমার সিংয়ের ৫৬ রান যথেষ্ট উল্লেখযোগ্য। কৃত সাহানি ১৫ রানে এবং কুমার শ্রেয় ৯ রানে উইকেটে রয়েছেন। ত্রিপুরার সন্দীপ সরকার দুটি এবং অর্কজিৎ দাস ও আনন্দ ভৌমিক একটি করে উইকেট পেয়েছেন। আজ প্রথম বেলার লড়াই জমে উঠবে এটা নিশ্চিত, তবে জয়ের হাসি কে হাসবে সেটা সময়েই বলবে। উল্লেখ্য, ম্যাচে রাজ্যদলের প্রথম ইনিংসের ১৯৩ রানের জবাবে বিহার মাত্র ৭০ রানে গুটিয়ে গিয়েছিল। এর পরেও চমৎকার ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ে ফেরে।