স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,৭ ডিসেম্বর: মরক্কোর বিপক্ষে হেরে স্পেনের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর আলোচনায় সের্হিও বুসকেতসের ভবিষ্যৎ। ধারণা করা হচ্ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিতে পারেন স্পেন অধিনায়ক। তবে আপাতত পুরো বিষয়টিই এড়িয়ে গেলেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।কোস্টা রিকাকে ৭-০ গোলে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করে স্পেন। কিন্তু এরপর জামার্নির বিপক্ষে গোল শূন্য ড্রয়ের পর হারে তারা জাপানের কাছে। গ্রুপ রানার্সআপ হয়ে ওঠে শেষ ষোলোয়।নকআউট পর্বের প্রথম ধাপে মঙ্গলবার মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হেরে বিদায় নেয় তারা বিশ্বকাপ থেকে। দুই দলের লড়াইটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে হয় গোলশূন্য ড্র।
পেনাল্টি শুটআউটে স্পেন একটি শটও জালে পাঠাতে পারেনি। পাবলো সারাবিয়া পোস্টে মারার পর কার্লোস সলের ও বুসকেতসের শট ঠেকিয়ে দেন ইয়াসিন বোনো। স্পেনকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার উল্লাস করে মরক্কো। ২০০৯ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক বুসকেতসের। ২০১০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি। দুই বছর পর ইউরো জেতা দলেও ছিলেন এই মিডফিল্ডার। এখন পর্যন্ত খেলেছেন তিনি চারটি বিশ্বকাপ।৩৪ বছর চলছে বুসকেতসের। মনে করা হচ্ছিল, এবারের বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন তিনি। মরক্কো ম্যাচের পর ‘লা ওয়ান’-এর সঙ্গে আলাপকালে বললেন, এখন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দল।“এটা কঠিন একটি রাত আমাদের জন্য। আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। দলে অনেক তরুণ খেলোয়াড় আছে, যারা খুবই কার্যকর এবং আমাদের চালিয়ে যেতে হবে।”