Thursday, January 23, 2025
বাড়িখেলাউন্নতি হচ্ছে পেলের

উন্নতি হচ্ছে পেলের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,৭ ডিসেম্বর: অন্ত্রের ক্যান্সারের সঙ্গে অনেক দিন ধরেই লড়াই করছেন পেলে। গত বছরের সেপ্টেম্বরে ধরা পড়ে তার এই সমস্যা। অস্ত্রোপচারের পর এখন চলছে নিয়মিত চিকিৎসা। যার অংশ হিসেবে গত বুধবার থেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে আছেন তিনি। নতুন করে শ্বাসযন্ত্রের সংক্রমণ দেখা দেওয়ায় চলছে সেই চিকিৎসাও। চিকিৎসকরা মঙ্গলবার জানান, হাসপাতালের সাধারণ কক্ষে আছেন ৮২ বছর বয়সী পেলে। স্থিতিশীল ও সজ্ঞানেই আছেন তিনি। “রোগীর সাধারণ অবস্থার উন্নতি হচ্ছে, বিশেষ করে শ্বাসযন্ত্রের সংক্রমণের সমস্যা সেরে উঠছে।” গত শনিবার  ব্রাজিলের দৈনিক পত্রিকা ‘ফোলহা ডি সাও পাওলো’র প্রতিবেদনে বলা হয়, কেমোথেরাপিতে পেলের শরীর এখন আর সাড়া দিচ্ছে না, তাকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে। এরপর থেকে সাবেক এই মহাতারকাকে নিয়ে উদ্বিগ্ন ছিল পুরো ক্রীড়াঙ্গন। পরে যদিও পেলের এক মেয়ে জানান, তার বাবাকে প্যালিয়েটিভ কেয়ারে নেওয়াই হয়নি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের শেষ ষোলোয় ম্যাচটি হাসপাতাল থেকে দেখবেন বলে, গত সোমবার ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে বলেন পেলে। সঙ্গে শুভকামনাও জানান তিনি নেইমার-ভিনিসিউসদের। পেলেকে হতাশ করেননি তার উত্তরসূরিরা। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে তারা। ওই ম্যাচের পর কিংবদন্তির প্রতি শুভকামনা জানান ব্রাজিলের খেলোয়াড়রাও। ম্যাচ শেষে পেলের ছবি সম্বলিত একটি ব্যানার হাতে নিয়ে মাঠে দাঁড়ায় পুরো দল। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য