Wednesday, January 22, 2025
বাড়িখেলাদি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনার ‘শঙ্কা’

দি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনার ‘শঙ্কা’

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১ ডিসেম্বর: তখনই লাগে খটকা। চোটের কোনো শঙ্কা নয় তো! ম্যাচ শেষে স্কালোনি নিজেই জানান, ঊরুর পেশিতে অস্বস্তি অনুভব করছিলেন দি মারিয়া।পোল্যান্ডের বিপক্ষে এক ধরনের ‘বাঁচা-মরার’ ম্যাচ। জয়ের বিকল্প আর্জেন্টিনার জন্য ছিল না বললেই চলে। ড্র করলেও শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা ঝুলে থাকত অনিশ্চয়তার সুতোয়। তবে সংশয়ের সেই মেঘ উড়িয়ে দিয়ে ২-০ গোলের দারুণ জয়ই তুলে নেয় লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা।গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরু থেকে আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। যেখানে বড় ভূমিকা রাখেন দি মারিয়া। ডান দিক দিয়ে একের পর এক আক্রমণ শাণাতে থাকেন এই মিডফিল্ডার। দেখে মনে হচ্ছিল, দারুণ ছন্দে আছেন তিনি।কিন্তু ৫৯ মিনিটে দি মারিয়াকে উঠিয়ে সবাইকে অবাক করে দেন স্কালোনি। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর্জেন্টিনা কোচ জানান, দি মারিয়াকে নিয়ে উদ্বেগ ছিল তাদের।“সে ঊরুর পেশিতে ব্যথা অনুভব করছিল তাই আমরা তাকে তুলে আনি। সবাই জানে সে গুরুত্বপূর্ণ। এমন একজনের খেলা চালিয়ে যাওয়া ঠিক নয়, যার আঘাত পাওয়ার শঙ্কা রয়েছে।”‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় আর্জেন্টিনা। সেখানে তাদের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের রানার্স আপ অস্ট্রেলিয়া। আগামী শনিবারই মাঠে নামবে দুই দল।পুরোপুরি সেরে উঠতে মাঝে দুই দিনের মতো সময় পাচ্ছেন অভিজ্ঞ দি মারিয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য