Sunday, July 13, 2025
বাড়িখেলা‘এমবাপের বুঝতে হবে মেসি-নেইমার তার চেয়ে বড় খেলোয়াড়’

‘এমবাপের বুঝতে হবে মেসি-নেইমার তার চেয়ে বড় খেলোয়াড়’

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২৫ নভেম্বর: আগে থেকেই ছিলেন কিলিয়ান এমবাপে ও নেইমার। গত বছর তাদের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তিন তারকার উপস্থিতিতে পিএসজির আক্রমণভাগ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সেরাদের একটি। তবে দানি আলভেস মনে করেন, এখনও মেসি ও নেইমারের ওজন বুঝতে পারেননি এমবাপে। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত সময়ে নেইমার ও এমবাপের সঙ্গে পিএসজিতে খেলেন আলভেস। এর আগে মেসির সঙ্গে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ছিলেন ৮ বছর। কাতালান ক্লাবটিতেও নেইমারকে সতীর্থ হিসেবে পেয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ এই ডিফেন্ডার।গত সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এমবাপেকে পাস না দিয়ে গোলের জন্য শট নেন নেইমার। এতে কড়া প্রতিক্রিয়া দেখান এমবাপে। তখন এই দুজনের মধ্যে দ্বন্দ্বের গুঞ্জন ছড়িয়ে পড়ে। 

তবে গত মাসে দলের প্রধান কোচ ক্রিস্তোফ গালতিয়ের জানিয়েছেন, মেসি, নেইমার ও এমবাপের সেরাটা পাওয়ার জন্য খেলার ধরনে পরিবর্তন এনেছেন তিনি। লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তে আলভেস বলেছেন, নিজের ক্যারিয়ারের ভালোর জন্যই মেসি-নেইমারের সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে খেলা উচিত এমবাপের। “এমবাপে বিস্ময়কর খেলোয়াড়। যে কি না এখনও বুঝতে পারেনি, সে যাদের সঙ্গে আক্রমণভাগে খেলে তারা তার চেয়েও বড় বিস্ময়।”“নেইমার ও মেসি অনন্য। তারা এমন সব জিনিস দেখে এবং করে যা অন্য কেউ দেখতে বা করতে পারে না। একজন বড় খেলোয়াড়কে অবশ্যই জানতে হবে সে কাদের সঙ্গে খেলছে। সতীর্থরাই আপনার নিজের খেলার মান বাড়াবে।” ব্রাজিলিয়ান ডিফেন্ডার মনে করেন, এমবাপের উচিত মেসি ও নেইমারের সঙ্গে খেলার সর্বোচ্চ ফায়দা নেওয়া। “তাকে (এমবাপে) স্মার্ট হতে হবে। তারা দুজন জিনিয়াস ফুটবলার। এমবাপে যদি তাদেরকে বল পাস দিয়ে খেলে, তাহলে সে হয়তো ১৫০ গোল করতে পারবে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!