Thursday, July 31, 2025
বাড়িখেলাআয়াক্সকে উড়িয়ে নকআউটে লিভারপুল

আয়াক্সকে উড়িয়ে নকআউটে লিভারপুল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২৭ অক্টোবর: নকআউট পর্বে উঠতে এই ম্যাচে ড্র করলেই চলত লিভারপুলের। জিতেই লক্ষ্য পূরণ করল তারা। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় বুধবার রাতে ইংলিশ দলটি জিতল ৩-০ গোলে।প্রথমার্ধে সালাহ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান নুনেস ও হার্ভে এলিয়ট।শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না আয়াক্সের সামনে। হারে তাই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল ডাচ ক্লাবটির।একই সময়ে আরেক ম্যাচে রেঞ্জার্সকে ৩-০ গোলে হারিয়েছে আগেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত করা নাপোলি। পাঁচ ম্যাচে শতভাগ সাফল্যে ১৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের  শীর্ষে আছে ইতালিয়ান দলটি। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। আয়াক্সের পয়েন্ট ৩, রেঞ্জার্সের শূন্য।প্রিমিয়ার লিগে গত শনিবার নবাগত নটিংহ্যাম ফরেস্টের মাঠে ১-০ গোলে হেরেছিল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে ঠিকই জয়ের ধারা ধরে রাখল তারা। হারে আসর শুরুর পর টানা চতুর্থ জয় পেল অ্যানফিল্ডের দলটি।আয়াক্সের বিপক্ষে প্রথম দেখায় ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল ক্লপের দল।ফিরতি পর্বে তৃতীয় মিনিটেই সুবর্ণ সুযোগ পেয়ে যায় আয়াক্স। স্টেভেন বেরহাসের সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। তবে সতীর্থের পাস পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে এই ডাচ ফরোয়ার্ডের শট লাগে পোস্টে।লিভারপুল গোলের উদ্দেশ্যে প্রথম শট নিতে পারে ২৯তম মিনিটে। ডি-বক্সে সালাহর ভলি প্রতিহত হয় প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে। চার মিনিট পর দুরূহ কোণ থেকে অ্যান্ড্রু রবার্টসনের শট পাশের জালে লাগে।৩৬তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা। স্টেভেন বেরহুইয়ানের বাঁ দিক থেকে বাড়ানো বল বক্সে খুঁজে পায় অরক্ষিত দুসান তাদিচকে। এই সার্বিয়ান ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।৪২তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগেই এগিয়ে যায় লিভারপুল। বাঁ দিক থেকে জর্ডান হেন্ডারসন দারুণ পাস দেন বক্সে আর বাঁ পায়ের শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান সালাহ।আসরে পাঁচ ম্যাচে মিশরের এই ফরোয়ার্ডের গোল হলো ৬টি। আগের ম্যাচে রেঞ্জার্সের বিপক্ষে দলের ৭-১ ব্যবধানের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েছিলেন তিনি।

বিরতির আগে আরেকটি গোল পেতে পারত লিভারপুল। ডান দিক থেকে রবের্তো ফিরমিনোর পাস দূরের পোস্টে ফাঁকায় পেয়ে পোস্টে মারেন উরুগুয়ের ফরোয়ার্ড নুনেস।দ্বিতীয়ার্ধে প্রথম সাত মিনিটের মধ্যে আরও দুই গোল করে আয়াক্সের ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষই করে দেয় লিভারপুল।  ৪৯তম মিনিটে রবার্টসনের কর্নারে নুনেসের হেড পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। আর ৫২তম মিনিটে সালাহর থ্রু বল বক্সে পেয়ে দুরূহ কোণ থেকে জোরাল শটে ওপরের কোণা দিয়ে স্কোরলাইন ৩-০ করেন এলিয়ট।বাকি সময়ে আক্রমণে আধিপত্য ধরে রাখলেও পরিষ্কার সুযোগ আর তৈরি করতে পারেনি সফরকারীরা।নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বায়ার লেভারকুজেনের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের জয়ের বিকল্প ছিল না। দুবার পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে আশাও জাগায় তারা। কিন্তু শেষ মুহূর্তে পেনাল্টি মিস করে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল স্প্যানিশ দলটি।  মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় ‘বি’ গ্রুপের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।৯৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আতলেতিকোর ইয়ানিক কারাসকো। তার শট ঠেকিয়ে দেন লেভারকুজেন গোলরক্ষক। ফিরতি বলে সাউল নিগেসের হেড লাগে ক্রসবারে।এই গ্রুপ থেকে আগেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে ক্লাব ব্রুজ। দিনের আরেক ম্যাচে তাদেরকে ৪-০ গোলে হারিয়ে পরের ধাপের টিকেট পেয়েছে পোর্তো।পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্লাব ব্রুজ। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে পোর্তো। আতলেতিকোর পয়েন্ট ৫, লেভারকুজেনের ৪।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!