স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১৩ অক্টোবর: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপর টেস্ট খেলতে পাকিস্তান যাবে ইংল্যান্ড। তিন ম্যাচের এই সিরিজের জন্য বুধবার ১৫ সদস্যের দল দিয়েছে ইসিবি।কদিন আগে দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তান সফর করে ইংল্যান্ড, খেলে সাতটি টি-টোয়েন্টি। রাওয়ালপিন্ডি, মুলতান ও করাচিতে তিনটি টেস্ট খেলতে নভেম্বর শেষ ফের সফর করবে তারা। প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১ ডিসেম্বর, শেষটি ১৭ তারিখ।প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস প্রথম সাত টেস্ট খেলেন একই স্কোয়াড নিয়ে। তাদের যুগে প্রথম বাদ পড়লেন অ্যালেক্স লিস ও ম্যাথু পটস। পিতৃত্বকালীন ছুটি নেওয়ায় এ সিরিজে খেলা হবে না অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রডের।পাকিস্তানে খেলা হবে বিধায় দলে স্পিনারের প্রয়োজনীয়তা অনুভব করছে ইংলিশরা। তাই বিশেষজ্ঞ স্পিনার জ্যাক লিচের সঙ্গে স্পিনিং অলরাউন্ডার হিসেবেই বিবেচনা করা হয়েছে দুই বিস্ফোরক ব্যাটসম্যান লিভিংস্টোন ও জ্যাকসকে। সীমিত ওভারের ক্রিকেটে আগ্রাসী ব্যাটিংয়ের জন্যই বেশি পরিচিতি তাদের।২০১৮ সালে নিউ জিল্যান্ড সফরে লিভিংস্টোনকে ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে নেওয়া হয়েছিল। এরপর আর টেস্টের বিবেচনায় আনা হয়নি তাকে। মঙ্গলবার ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ২৯ বছর বয়সী ক্রিকেটার জায়গা পেয়ে গেলেন টেস্ট দলেও।
প্রথম শ্রেণির ক্রিকেটে তার সাম্প্রতিক রেকর্ড খুব একটা ভালো নয়। ২০২০ সালের শুরু থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ ইনিংসে তার রান মোটে ১১৪। গত বছরের আগস্টের পর আর খেলেননি এই সংস্করণে। তবে টেস্ট নিয়ে নিজের আগ্রহের কথা প্রকাশ করেছেন বেশ কয়েকবার। এছাড়া বল হাতে অফস্পিন ও লেগস্পিন করতে পারার সামর্থ্য তার জন্য টেস্ট দলের দুয়ার খুলে দিয়েছে।জ্যাকসের রেকর্ড বেশ ভালো। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪১ ম্যাচে তিন সেঞ্চুরিতে তার রান ১ হাজার ৭৯০। বল হাতে তার রয়েছে ২১ উইকেট।উদ্বোধনী জুটিতে জ্যাক ক্রলির সঙ্গী হওয়ার দৌড়ে থাকবেন কিটন জেনিংস ও বেন ডাকেট। প্রায় ছয় বছর পর টেস্ট দলে ফিরেছেন ডাকেট, জেনিংস ফিরলেন সাড়ে তিন বছরের বিরতির পর। দুজনই কাউন্টি চ্যাম্পিয়নশিপে ভালো করার সুবাদে ফের সুযোগ পেয়েছেন টেস্ট দলে।চলতি মৌসুমের কাউন্টি চ্যাম্পিয়ন ডিভিশন ওয়ানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা জেনিংস। পাঁচ সেঞ্চুরিতে ৭২.৫২ গড়ে তিনি করেছেন ১ হাজার ২৩৩ রান। টেস্ট ক্রিকেটে এশিয়ার মাটিতে জেনিংসের পরিসংখ্যানও তার দলে ফেরার পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে।অন্যদিকে নটিংহ্যামশায়ারের হয়ে ডাকেটও কাউন্টিতে দারুণ বছর কাটিয়েছেন। পাশাপাশি পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজে তিনি ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। অলি পোপের পাশাপাশি উইকেটরক্ষক বেন ফোকসের ব্যাকআপ হিসেবে ডাকেটকেও বিবেচনায় রাখা হয়েছে।তিন ম্যাচের এই সিরিজের প্রস্তুতির জন্য আগামী ১৮ নভেম্বর আবু ধাবি যাবে ইংল্যান্ড। সেখানে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ২৩ থেকে ২৫ নভেম্বর একটি তিন দিনের ম্যাচ খেলবে তারা। এরপর ২৬ নভেম্বর টেস্ট সিরিজের জন্য পাকিস্তান চলে যাবে ইংলিশরা।ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস (উইকেটরক্ষক), উইল জ্যাকস, কিটন জেনিংস, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট ও মার্ক উড।