Saturday, December 3, 2022
বাড়িখেলা‘খেলোয়াড়ের চেয়ে ক্লাব বড়’, এমবাপের প্রসঙ্গে অঁরি

‘খেলোয়াড়ের চেয়ে ক্লাব বড়’, এমবাপের প্রসঙ্গে অঁরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১৩ অক্টোবর: এমবাপের পক্ষ থেকে অবশ্য প্রকাশ্যে এমন কিছু এখনও বলা হয়নি। তবে সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে উত্তরসূরির সমালোচনা করেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার থিয়েরি অঁরি। তিনি বলেছেন, ক্লাবের চাওয়াকে প্রাধান্য দেওয়া উচিত।গত মে মাসে পিএসজির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেন এমবাপে। কিন্তু পাঁচ মাস না যেতেই দুই পক্ষের সম্পর্কে ফাটল ধরেছে বলে খবর। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে পিএসজির ম্যাচের আগে মঙ্গলবার ইউরোপের অনেক সংবাদমাধ্যমে খবর আসে, আগামী জানুয়ারিতেই নাকি ক্লাব ছাড়তে চান ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী তারকা। তার ক্লাব অবশ্য এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।৩-৪-৩ ফর্মেশনে আক্রমণভাগে লিওনেল মেসি ও নেইমারকে দুই পাশে রেখে এমবাপেকে মাঝে খেলাচ্ছেন পিএসজি কোচ গালতিয়ে। গত মাসে উয়েফা নেশন্স লিগে খেলার সময় এ প্রসঙ্গে এমবাপে বলেন, জাতীয় দলে তিনি বেশি স্বাধীনতা নিয়ে খেলার সুযোগ পান। যেখানে অলিভিয়ে জিরুদের আশেপাশে খেলেন তিনি।আর্সেনাল ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড অঁরি মঙ্গলবার সিবিএস স্পোর্টস-এর সঙ্গে আলাপচারিতায় এমবাপেকে ঘিরে সাম্প্রতিক গুঞ্জন প্রসঙ্গে বলেন, সবসময় ক্লাবকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।“কেউই তার ঘাটতির বিষয় প্রকাশ করতে পছন্দ করে না। কিন্তু এমন কিছু আছে, যা অন্য যেকোনো কিছুর চেয়ে বড় এবং সেটি হলো ক্লাব।””তবে বিষয়টা হলো, তারা (পিএসজি) কী তাকে ক্লাবকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ভাবতে শিখিয়েছিল নাকি বুঝিয়েছিল যে ক্লাবের চেয়ে বরং সেই বেশি গুরুত্বপূর্ণৱ?”ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখানে তুলে ধরলেন নিজের অভিজ্ঞতার কথা। বললেন, বার্সেলোনায় তার নিজেরও ভিন্ন পজিশনে খেলতে হয়েছিল। কিন্তু সেটা নিয়ে কোনো আপত্তি তিনি করেননি।“ফুটবলে নিয়ম একটাই: যদি কোচ আপনাকে কিছু করতে বলেন আর যদি সেটা ক্লাবের জন্য ভালো হয়, তাহলে আপনি তা করবেন। সেটা যদি দলের জন্য খারাপ হয়, তাহলে তার পেছনে যুক্তি দেখাতে হবে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য