নয়াদিল্লি, ২ আগস্ট (হি. স.): ঘোষিত হল এশিয়া কাপের সূচি । ১৫তম এশিয়া কাপ শুরু ২৭ আগস্ট থেকে । ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। এ বছর শ্রীলঙ্কাতে এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও সে দেশের রাজনৈতিক অবস্থার কারণে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আরব আমিরশাহিতে।এ বারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ২৮ আগস্ট।
মঙ্গলবার বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেন, ‘প্রতীক্ষার অবসান। এশিয়ার সেরা কে, সে যুদ্ধ শুরু হবে ২৭ আগস্ট। গুরুত্বপূর্ণ ফাইনাল আগামী ১১ সেপ্টেম্বর হবে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উপযুক্ত প্রস্তুতির মাধ্যম হয়ে উঠবে পঞ্চদশ এশিয়া কাপ।’
এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। ২৮ আগস্ট দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত এবং পাকিস্তান। গ্রুপ এ-তে রয়েছে এই দুই দল। সেই গ্রুপে আরও একটি দল আসবে যোগ্যতা অর্জন করে। সেই দলের সঙ্গে ভারতের ম্যাচ ৩১ আগস্ট। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। এশিয়া কাপের সব ম্যাচ হবে দুবাই এবং শারজাহতে। গ্রুপ পর্বে ভারতের দু’টি ম্যাচই হবে দুবাইতে। ফাইনালও দুবাইয়ে। এ বারের এশিয়া কাপে টি-টোয়েন্টি ক্রিকেট খেলা হবে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকার কারণে। ১৫তম এশিয়া কাপ প্রতিযোগিতাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছে দলগুলি। অস্ট্রেলিয়াতে হবে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।