কলকাতা, ২১ জুলাই (হি.স.): কোনও শক্তির কাছে মাথা নত করব না, মানুষের জন্য নিজেদের সবটা উৎসর্গ করব। তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের প্রাক্কালে এই বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বাংলার ইতিহাসে ২১ জুলাই হল একটি পবিত্র দিন। ১৯৯৩ সালে পুলিশের অত্যাচারে যে ১৩ জন শহিদ হয়েছিলেন তাঁদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এই শহিদ দিবসে আমাদের আওয়াজ আরও জোরালো হোক, আমরা যেন কোনও শক্তির কাছে মাথা নত না করি। মানুষের জন্য আমরা আমাদের সবটা উৎসর্গ করব।”
প্রসঙ্গত, ১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন রাজ্য যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে ‘মহাকরণ অভিযানে’ নেমেছিল যুব কংগ্রেস। সেই আন্দোলনে কলকাতার রাস্তায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন যুব কংগ্রেস কর্মী। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালন করে তৃণমূল।