Tuesday, March 25, 2025
বাড়িখেলা৪ বছরের চুক্তিতে বার্সায় লেভানদোভস্কি

৪ বছরের চুক্তিতে বার্সায় লেভানদোভস্কি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই।  রর্বেত লেভানদোভস্কির বার্সেলোনায় যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণাই ছিল কেবল বাকি। এবার সেটাও চলে এলো। পোলিশ তারকাকে কেনার ব্যাপারে তার সাবেক দল বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে কাতালান ক্লাবটি।

দুই ক্লাবের মঙ্গলবার দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। লেভানদোভস্কিকে দলে পেতে চার কোটি ৫০ লাখ ইউরো খরচ হয়েছে বার্সেলোনার। বিভিন্ন বোনাসসহ অঙ্কটা হতে পারে পাঁচ কোটি ইউরো।খেলোয়ড়ের সঙ্গে ক্লাবের চুক্তির প্রক্রিয়াটা অবশ্য এখনও বাকি। চার বছরের চুক্তি করবেন লেভানদোভস্কি। এখানে তার রিলিজ ক্লজ হবে ৫০ কোটি ইউরো।এরই মধ্যে বার্সেলোনা দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রাক-মৌসুম সফরে যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী লেভানদোভস্কি। সেখানেই তার মেডিকেল সম্পন্ন হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, মায়ামিতে স্থানীয় সময় বুধবার দুপুরে লেভানদোভস্কিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে বার্সেলোনা।বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০১৪ সালে লেভানদোভস্কি বায়ার্নে যোগ দিয়ে ক্লাবটির হয়ে জেতেন সব ধরনের শিরোপা। ৩৭৫ ম্যাচে গোল করেন ৩৪৪টি।সাফল্যে মোড়ানো ক্লাব ক্যারিয়ারে বায়ার্নের হয়ে ৮টি বুন্ডেসলিগা, ৩টি জার্মান কাপ, ৪টি জার্মান সুপার কাপ এবং ১টি করে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য