নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): সংসদের চলতি বাদল অধিবেশনে নিজেদের কৌশল ঠিক করতে বৈঠকে বসলেন বিরোধী নেতারা। বৃহস্পতিবার সকালে সংসদে বৈঠকে বসেন কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), আইইউএমএল, ন্যাশনাল কনফারেন্স, টিআরএস, এমডিএমকে, এনসিপি, ডিএমকে ও রাষ্ট্রীয় জনতা দলের নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, ডিএমকে নেত্রী কানিমোঝি, শিবসেনা নেতা সঞ্জয় রাউত প্রমুখ।
বৈঠকের পর বিরোধীদের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে জানানো হয়, নরেন্দ্র মোদী সরকার বিভিন্ন দলের বিশিষ্ট নেতাদের নিশানা করে তদন্তকারী সংস্থার অপব্যবহারের মাধ্যমে বিরোধীদের বিরুদ্ধে নিরলস প্রতিহিংসা চালিয়ে যাচ্ছে। আমরা জন-বিরোধী মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করব। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে ইডি-র সমন পাঠানো নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।