Monday, March 17, 2025
বাড়িজাতীয়বৃহস্পতিবার বাইডেনের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী

বৃহস্পতিবার বাইডেনের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১২ জুলাই ( হি.স.) : আগামী ১৪ জুলাই ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে প্রথম আই২ইউ২ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আই২ইউ২ এর প্রথম নেতাদের শীর্ষ সম্মেলন কার্যত অনুষ্ঠিত হবে। প্রতিটি দেশের সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করার জন্য নিয়মিতভাবে আলাপআলোচনা চালিয়েছে সংশ্লিষ্ট দেশের বিদেশ মন্ত্রক। আই২ইউ২-র লক্ষ্য ছয়টি পারস্পরিকভাবে চিহ্নিত ক্ষেত্র যেমন জল, শক্তি, পরিবহন, স্থান, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তায় যৌথ বিনিয়োগকে উৎসাহিত করা। আই২ইউ২ এর পরিকাঠামোর মধ্যে সম্ভাব্য যৌথ প্রকল্পগুলির পাশাপাশি তাদের নিজ নিজ অঞ্চলে এবং বাইরেও বাণিজ্য ও বিনিয়োগে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করতে পারস্পরিকক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য