Friday, March 29, 2024
বাড়িজাতীয়বাদল অধিবেশন শুরু ১৮-তে, ১৭ জুলাই সর্বদলীয় বৈঠক ডাকল সরকার

বাদল অধিবেশন শুরু ১৮-তে, ১৭ জুলাই সর্বদলীয় বৈঠক ডাকল সরকার

নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশন চলতি মাসের ১৮ তারিখ শুরু হবে, চলবে ১২ আগস্ট পর্যন্ত। বাদল অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে আগামী ১৭ জুলাই, রবিবার সর্বদলীয় বৈঠক ডাকল সরকার। বাদল অধিবেশনকে ফলপ্রসূ করতেই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। ১৭ জুলাই বেলা এগারোটা নাগাদ হবে প্রস্তাবিত এই সর্বদলীয় বৈঠক।

প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। লোকসভা সচিবালয় সূত্রে জানানো হয়েছে, এ বারের অধিবেশন ১৮ দিন চলবে। অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। উপ-রাষ্ট্রপতি নির্বাচন ৬ আগস্ট। সংসদের এবারের অধিবেশনেই হবে সাংবিধানিক দুই পদের নির্বাচনের ভোটগণনা। সংসদের সেন্ট্রাল হলে- নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ ২৫ জুলাই। নির্বাচিত উপ-রাষ্ট্রপতি ১১ আগস্ট শপথ গ্রহণ করবেন। বাদল অধিবেশন শেষ হবে ১২ আগস্ট।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য