কলকাতা ও নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): সাধারণ মধ্যবিত্তের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠল! আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। বুধবার কলকাতায় ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১,০৭৯ টাকা। এর আগে গত ১৯ মে, ৩.৫০ টাকা বেড়ে কলকাতায় রান্নার গ্যাসের দাম ১,০২৯ টাকা হয়েছিল। তার আগে ৭ মে, ৫০ টাকা বেড়ে ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল রান্নার গ্যাসের দাম দাম।
দাম বাড়ার ফলে কলকাতায় এই মুহূর্তে ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১,০৭৯ টাকা। পাঁচ কেজির সিলিন্ডারের দাম ৩৯৬ টাকা। এই নিয়ে গত দু’মাসে ১০৩ টাকা বাড়ল গার্হ্যস্থ রান্নার গ্যাসের দাম। পাশাপাশি, হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারের ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮ টাকা কমে হয়েছে ২ হাজার ১৩২ টাকা।
এ দিন গোটা দেশে রান্নার গ্যাসের দাম একধাক্কায় অনেকটাই বেড়েছে। সিলিন্ডার প্রতি ৫০ টাকা বেড়ে দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডারের বর্ধিত দাম হল ১,০৫৩ টাকা, আগে এই দাম ছিল ১,০০৩ টাকা। দিল্লিতে ৫ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ১৮ টাকা, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৮.৫০ টাকা।