স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ জুলাই : পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে আরও এক ভারতীয় সেনার জওয়ানকে গ্রেপ্তার করল পুলিশ। সূত্রের খবর, সেনাবাহিনীর গোপন তথ্য তিনি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতে তুলে দিতেন। এরপরই গত সোমবার পাঞ্জাব পুলিশের স্টেট স্পেশাল অপারেশন সেল জম্মু ও কাশ্মীরের উরি থেকে ওই জওয়ানকে গ্রেপ্তার করে। ধৃতের নাম নাম দেবিন্দর সিং। তিনি পাঞ্জাবের সাঙ্গরুর জেলার নিহালগড় গ্রামের বাসিন্দা।