স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ জুলাই : এবার মার্কিন মুলুকে বন্দুকবাজের নিশানায় ইসকন। রাধা-কৃষ্ণের মন্দির লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা। অন্তত ২০ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। এই হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। এহেন কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করা হয়েছে ভারতের তরফে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে ভারতীয় দূতাবাস।
জানা গিয়েছে, এই হামলার ঘটনা ঘটে আমেরিকার ইউটা প্রদেশের স্প্যানিশ ফর্ক অঞ্চলে। হোলি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ইসকন মন্দিরে। ঠিক সেই সময়ে এই হামলা চালানো হয়। মন্দির কর্তৃপক্ষের দাবি, বাইরে থেকে মন্দির প্রাঙ্গন লক্ষ্য করে অন্তত ২০-৩০ রাউন্ড গোলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনার সময় মন্দিরে বহু ভক্ত উপস্থিত ছিলেন। অবশ্য এই হামলায় সৌভাগ্যবশত হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে মন্দিরের কয়েক হাজার ডলারের ক্ষতি হয়। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর বিবৃতি জারি করা হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে।
সান ফ্রান্সিস্কোর ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘ইউটা প্রদেশের স্প্যানিশ ফর্ক অঞ্চলে অবস্থিত ইসকন মন্দিরে গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দূতাবাস তরফে মন্দিরের সকল ভক্তদের পাশে রয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানানো হচ্ছে তারা যেন অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ করেন।’