Thursday, July 3, 2025
বাড়িজাতীয়জনসংখ্যা বৃদ্ধিতে বিশ্বে দ্রুততম ইসলাম !

জনসংখ্যা বৃদ্ধিতে বিশ্বে দ্রুততম ইসলাম !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ জুন : পরিবেশের ভারসাম্য, বিশ্ব অর্থনীতির চাহিদা, আর্থসামাজিক উন্নয়ন। এসবের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হল জনসংখ্যা নিয়ন্ত্রণ। এই সহজ সত্যিটা সম্ভবত এখনও মেনে নিতে পারেননি বিশ্বের অধিকাংশ ইসলাম ধর্মাবলম্বী। সম্ভবত সেকারণেই গোটা বিশ্বে দ্রুতহারে বৃদ্ধি পাওয়া ধর্মীয় জনগোষ্ঠীর তালিকায় প্রত্যাশিতভাবেই প্রথম স্থানে মুসলিমরা। সার্বিকভাবে জনসংখ্যার নিরিখে পড়ছে পড়ছে খ্রিস্টানরা। তাৎপর্যপূর্ণভাবে গোটা বিশ্বে বাড়ছে নাস্তিকের সংখ্যা। সম্প্রতি এমনই এক সমীক্ষা করেছে পিউ রিসার্চ।

পিউ রিসার্চের তথ্য বলছে, ২০১০-২০২০ এই ১০ বছরে অন্য সব ধর্মের থেকে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে ইসলাম ধর্ম। এই ১০ বছরে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৪ কোটি ৭০ লক্ষ। সার্বিকভাবে বিশ্বের মুসলিম জনসংখ্যা ১.৮ পার্সেন্টেজ পয়েন্ট বেড়েছে। আপাতত বিশ্বের মোট জনসংখ্যার ২৫.৬ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী। যদিও জনসংখ্যার নিরিখে এখনও বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠী খ্রিস্টানরাই। তবে জনসংখ্যার বৃদ্ধিতে ইসলামের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছেন যিশুর অনুগামীরা। পিউ রিসার্চের সমীক্ষা বলছে, গোটা বিশ্বে গত ১০ বছরে খ্রিস্টানের সংখ্যা বেড়েছে প্রায় ১২ কোটি ২০ লক্ষ। আপাতত খ্রিস্টানদের সংখ্যাটা কমবেশি ২৩০ কোটি। আপাতত গোটা বিশ্বের মোট জনসংখ্যার ২৮.৮ শতাংশ খ্রিস্টান। তাৎপর্যপূর্ণভাবে খ্রিস্টান ধর্মের মানুষের সংখ্যা ১.৮ পার্সেন্টেজ পয়েন্ট কমেছে।

তাৎপর্যপূর্ণভাবে বিশ্বজুড়ে বাড়ছে নাস্তিকের সংখ্যা। বস্তুত মুসলিম এবং খ্রিস্টানদের পর সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছেন খ্রিস্টানরাই। পিউ রিসার্চের তথ্য বলছে, ২০১০-২০ পর্যন্ত ১০ বছরে বিশ্বে নাস্তিকের সংখ্যা বেড়েছে ২৭ কোটি! আপাতত গোটা বিশ্বে নাস্তিকের সংখ্যা ১৯০ কোটি। মোট জনসংখ্যার ২৪.২ শতাংশই নাস্তিক। সমীক্ষা বলছে, মূলত খ্রিস্টান ধর্মের মানুষ ধর্মবিশ্বাস ছেড়ে ‘নাস্তিক’ হওয়ার পথ বেছে নিচ্ছেন। সে কারণেই খ্রিস্টান জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনায় নাস্তিক এবং মুসলিমদের বৃদ্ধির হার অনেকটাই বেশি।

সনাতন হিন্দু ধর্ম গোটা এখনও বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম এবং চতুর্থ বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। ২০১০-২০ এই ১০ বছরে হিন্দুদের সংখ্যা বেড়েছে ১২ কোটি ৬০ লক্ষের মতো। এই মুহূর্তে গোটা বিশ্বে হিন্দু জনসংখ্যা ১২০ কোটির আশেপাশে। বিশ্বের মোট জনসংখ্যার ১৪.৯ শতাংশ হিন্দু। যা ২০১০ সালে ছিল ১৫ শতাংশ। অর্থাৎ কমবেশি বিশ্বের সার্বিক জনসংখ্যা বৃদ্ধির হারেই বাড়ছে হিন্দুরা। তাৎপর্যপূর্ণভাবে হিন্দুদের মধ্যে ধর্মান্তকরণের প্রবণতা কমেছে বলে দাবি ওই সমীক্ষায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!