Friday, June 13, 2025
বাড়িজাতীয়বাড়ন্ত করোনায় উদ্বেগ, এবার মোদির সঙ্গে বৈঠকের আগে কোভিড পরীক্ষা মন্ত্রীদের!

বাড়ন্ত করোনায় উদ্বেগ, এবার মোদির সঙ্গে বৈঠকের আগে কোভিড পরীক্ষা মন্ত্রীদের!

স‌্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা, ১১ জুন  : ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা! বুধবার দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ডিঙিয়েছে। এই অবস্থায় বিশেষ সতর্কতা দিল্লিতে মন্ত্রীদের বৈঠকেও। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে মন্ত্রীদের কোভিড পরীক্ষা (আরটি-পিসিআর) বাধ্যতামূলক করা হয়েছে। এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে সচিবালয়।বুধবার সন্ধ্যায় দিল্লির ৭০ জন শীর্ষ বিজেপি নেতার সঙ্গে বৈঠকের কথা রয়েছে মোদির।

 ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজধানীর সমস্ত সাংসদ এবং বিধায়করাও। উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। দিল্লি বিধানসভায় গেরুয়া শিবিরের জয় উদযাপনেই এদিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ দলের শীর্ষ নেতা-মন্ত্রীদের বৈঠক এবং নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মোদি। সূত্রের খবর, ওই বৈঠকে যোগ দেওয়ার আগে আমন্ত্রিত সকলের আরটি-পিসিআর পরীক্ষা হবে। বলা বাহুল্য, যাঁর কোভিড পসিটিভ ধরা পড়বে, তিনি বাদ পড়বেন হাই প্রোফাইল বৈঠক থেকে। আসলে ৭৪ বছরের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র।

প্রসঙ্গত, দেশেজুড়ে করোনার চোখরাঙানি অব্যাহত রয়েছে। এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ হাজারের বেশি। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রিমতি হয়েছে ৩০৬ জন, মৃত্যু হয়েছে ৬ জনের। কেরল মৃত্যু হয়েছে ৩ জনের, কর্নাটকে মৃত ২, মহারাষ্ট্রে ১ জনের প্রাণ গিয়েছে কোভিডে। প্রথম থেকেই কেরল, কর্নাটক এবং গুজরাটে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্য়া। শুধু কেরলে নতুন করে সংক্রমিত হয়েছে ১৭০ জন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য