Saturday, June 14, 2025
বাড়িজাতীয়প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার আগে করাতে হবে কোভিড পরীক্ষা!

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার আগে করাতে হবে কোভিড পরীক্ষা!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের আগে আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক! সূত্রের খবর, কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই মিলবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ছাড়পত্র।

সাম্প্রতিক সময়ে আবার ভারতে মাথাচাড়া দিয়েছে কোভিড। দেশের বিভিন্ন জায়গা থেকে করোনা আক্রান্তের খবর মিলছে। চিকিৎসকদের চিন্তায় ফেলেছে দিল্লির করোনা পরিস্থিতি। এই আবহে মোদীর সঙ্গে সাক্ষাতের নতুন শর্ত প্রকাশ্যে এল। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের। থাকবেন সাত জন সাংসদও। এ ছাড়াও সব রাজ্যের বিজেপি নেতৃত্বকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে প্রায় ৭০ জন বিজেপি নেতা-নেত্রীর বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার কথা। তবে তার আগে সকলকেই কোভিড পরীক্ষা করাতে হচ্ছে।

উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী পরিস্থিতিতে বিদেশের ‘প্রতিক্রিয়া’ পর্যালোচনার জন্য সাতটি বহুদলীয় প্রতিনিধিদলের সদস্যদের মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজ সারেন মোদী। গত রবিবার সব ক’টি দলই এক এক করে বিভিন্ন দেশ ঘুরে ভারতে ফিরে এসেছে। তারা কী বলল, আর কী শুনে এল সেই নির্যাস জানতেই ওই দলগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন মোদী। সেই নৈশভোজ পর্বের পরের দিনই কোভিড পরীক্ষা বাধ্যতামূলক সংক্রান্ত বিষয়টি প্রকাশ্যে এল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য