Tuesday, June 6, 2023
বাড়িজাতীয়কাশ্মীরি পন্ডিতদের হত্যায় উদ্বিগ্ন কেজরিওয়াল, অমিত শাহের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ

কাশ্মীরি পন্ডিতদের হত্যায় উদ্বিগ্ন কেজরিওয়াল, অমিত শাহের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): কাশ্মীরে কাশ্মীরি পন্ডিতদের ওপর হিংসাত্মক ঘটনা ক্রমেই বাড়ছে। টার্গেট হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা, কাশ্মীরে সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার করার ইচ্ছাপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে দেখা করার জন্য সময় চেয়েছেন কেজরিওয়াল।

অরবিন্দ কেজরিওয়াল এদিন মঙ্গলবার দুপুরে টুইট করে জানান, কাশ্মীরি পণ্ডিতদের ক্রমাগত গণহত্যা নিয়ে আলোচনা করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছি আমি। পরে একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেছেন, “আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে তাঁর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছি।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য