নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): আমাদের চাহিদা বেড়ে যাওয়ায় কয়লার উৎপাদনও বাড়াতে হবে। বললেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং। মঙ্গলবার তিনি বলেছেন, দৈনিক ভিত্তিতে আমাদের বিদ্যুতের চাহিদা গত বছরের একই দিনের তুলনায় ৪০,০০০-৪৫,০০০ মেগাওয়াট বেশি। শক্তি খরচ ৩,৫০০ মিলিয়ন ইউনিট থেকে ৪,৫০০ মিলিয়ন ইউনিটে পৌঁছেছে।”
কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী এদিন আরও বলেছেন, “আমাদের কয়লার মজুত ২৪ মিলিয়ন টন থেকে ৩০ এপ্রিল বিদ্যুত কেন্দ্রে ১৯ মিলিয়ন টনে নেমে আসে। ৩১ মে তা ১৫ মিলিয়ন টনে নেমে আসে, তবে এখন আমদানি আসতে শুরু করেছে।” সাংবাদিক সম্মেলনে অতীতের সঙ্গে বর্তমানের পার্থক্য তুলে ধরে তিনি বলেছেন, ২০১৪ সালে আমাদের বিদ্যুতের ঘাটতি ছিল, এখন আমরা বিদ্যুৎ উদ্বৃত্ত। তখন বিদ্যুৎ সরবরাহে ১৩-১৫ শতাংশ ঘাটতি ছিল। আমরা গোটা দেশকে এক গ্রিডে যুক্ত করেছি। বর্তমানে আমরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ১.১২ লক্ষ মেগাওয়াট বিদ্যুৎ স্থানান্তর করতে পারি।