Saturday, January 25, 2025
বাড়িজাতীয়রাজ্যসভা নির্বাচন : নির্মলা থেকে রাজীব শুক্লা, মনোনয়ন জমা দিলেন হেভিওয়েটরা

রাজ্যসভা নির্বাচন : নির্মলা থেকে রাজীব শুক্লা, মনোনয়ন জমা দিলেন হেভিওয়েটরা


নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন একাধিক হেভিওয়েটরা। মঙ্গলবার বেঙ্গালুরুতে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাজস্থান থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সুভাষ চন্দ্র।

সুভাষ চন্দ্রকে প্রার্থী করায় তোপ দেগেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। গেহলট বলেছেন, “রাজস্থান থেকে আমাদের তিনজন প্রার্থীই জিতবেন। বিজেপি সুভাষ চন্দ্রকে প্রার্থী করেছে। তাঁরা জানে নিজেদের কাছে পর্যাপ্ত ভোট নেই, তাঁরা ঘোড়া কেনাবেচা করবে এবং রাজ্যের বাতাবরণ নষ্ট করবে।”

রাজস্থান থেকে এদিন কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রণদীপ সিং সুরেজওয়ালা, মুকুল ওয়াসনিক ও প্রমোদ তিওয়ারি। ছত্তিশগড় থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কংগ্রেস নেতা রাজীব শুক্লা। এদিন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের উপস্থিতিতে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন রাজীব শুক্লা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য