মুম্বই, ২৩ মে (হি.স.) : বেশকিছু দেশে ক্রমশই বাড়ছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা। তাই মাঙ্কিপক্স ঠেকাতে আগে থেকেই বিশেষ ব্যবস্থা নিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। সোমবার থেকেই মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষ জাতীয় এবং আন্তর্জাতিক বিমানে আসা যাত্রীদের স্ক্রিনিং করতে শুরু করেছে। এক্ষেত্রে যাঁদের সামান্য কোনও লক্ষণ দেখা যাচ্ছে, তাঁদের কস্তুরবা হাসপাতালে ২৮টি শয্যার আলাদা ওয়ার্ডও তৈরি করা হয়েছে। একই সঙ্গে উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে।
এক দেশ থেকে আরেক দেশে ক্রমেই ছড়িয়ে পড়ছে মাঙ্কি পক্সের প্রভাব। এই পরিস্থিতিতে ভারতে যাতে মাঙ্কি পক্স ছড়িয়ে না পড়ে তার জন্য চালানো হচ্ছে নজরদারি। মাঙ্কি পক্স রুখতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বেশ কিছু নির্দেশও দেওয়া হয়েছে।