নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালকের গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন আশা কর্মীরা। আশা কর্মীদের এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সুস্থ ভারত নিশ্চিত করার ক্ষেত্রে সামনের সারিতে রয়েছেন আশা কর্মীরা, তাঁদের নিষ্ঠা ও সঙ্কল্প প্রশংসনীয়। প্রসঙ্গত, গ্রামীণ এলাকার দরিদ্র মানুষদের মধ্যে স্বাস্থ্য সুবিধা প্রধান, করোনা মহামারীর সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য আশা কর্মীদের এই সম্মান দেওয়া হয়েছে। আশা কর্মীদের সম্মানিত করার পর হু-এর মহাপরিচালক ডাঃ টেড্রস আধানম ঘেব্রেইসাস বলেন, “পুরস্কার বিজয়ীদের মধ্যে মানবতার প্রতি নিবেদন ও নিঃস্বার্থ সেবা অন্তর্ভুক্ত রয়েছে।”
ভারতের আশা কর্মীদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী সোমবার সকালে টুইট করে লিখেছেন, “আশা কর্মীদের পুরো টিমকে হু মহাপরিচালকের গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ডে ভূষিত করায় আনন্দিত। সমস্ত আশা কর্মীদের অভিনন্দন। সুস্থ ভারত নিশ্চিত করার ক্ষেত্রে সামনের সারিতে রয়েছেন আশা কর্মীরা, তাঁদের নিষ্ঠা ও সঙ্কল্প প্রশংসনীয়।” আশা কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়াও।