নয়াদিল্লি, ২০ মে (হি.স.): জ্ঞানবাপী মসজিদ মামলা বারাণসীর জেলা আদালতে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, উত্তর প্রদেশের বিচার ব্যবস্থার অধীনে কোনও এক জন উচ্চ পদস্থ এবং অভিজ্ঞ বিচারপতির এজলাসে এই মামলার শুনানি চলবে। জ্ঞানবাপী মসজিদ মামলায় ১৭ মে আদালত যে অন্তবর্তীকালীন নির্দেশ দেয় তাও বহাল রাখার কথা জানিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ, বারাণসীর জেলা আদালতে শুনানি চলাকালীন জ্ঞানবাপী মসজিদের ভিতর যে অংশে শিবলিজ্ঞ পাওয়া গিয়েছে বলে দাবি, সেই অংশটিকে সুরক্ষা দিতে হবে। একই সঙ্গে, মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ যাতে মসজিদের ভিতর তাঁদের ধর্মীর আচার আচরণ পালন করেত পারেন, তাও সুনিশ্চিত করতে হবে।
শীর্ষ আদালত জানিয়েছে, জ্ঞানবাপী মসজিদের ভিতর যে অংশে শিবলিজ্ঞ পাওয়া গিয়েছে বলে দাবি, সেই অংশটিকে সুরক্ষা দিতে হবে। একই সঙ্গে, মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ যাতে মসজিদের ভিতর তাঁদের ধর্মীর আচার আচরণ পালন করেত পারেন, তাও সুনিশ্চিত করতে হবে। জ্ঞানবাপী মসজিদ সম্পর্কিত মসজিদ কমিটির দায়ের করা আবেদনের শুনানি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে হবে। হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু জৈন জানিয়েছেন, বারাণসীর জেলা বিচারক এই মামলার বিচার করবেন বলে জানিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। আমরা এই নির্দেশে খুশি।