নয়াদিল্লি, ৯ মে (হি.স.): জন্মজয়ন্তীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ থাকুককে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে টুইট-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, নিজের চিন্তা ও কর্মে লক্ষ-লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন রবি ঠাকুর। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, রবি ঠাকুরের স্বপ্নপূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার রবীন্দ্রনাথের ১৬২ তম জন্মদিবস।
এদিন সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “জন্মজয়ন্তীতে কবিগুরু রবি ঠাকুরকে প্রণাম। নিজের চিন্তা ও কর্মে লক্ষ-লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন তিনি। নিজেদের দেশ, সংস্কৃতি ও নীতি নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন তিনি। রবি ঠাকুর শিক্ষা ও সামাজিক ক্ষমতায়নের ওপর জোর দিয়েছেন। আমরা তাঁর স্বপ্নপূরণে প্রতিশ্রুতিবদ্ধ।”