স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মে : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলায় রবীন্দ্র কাননে। এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী বলেন, করোনার অতিমারির পর সারা বিশ্বে বাঙালি সংস্কৃতি বিদ্যমান।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিন শ্রদ্ধার সাথে পালন করা হচ্ছে। বাঙালি সংস্কৃতি, বাঙালি দৃষ্টি, বাঙালির কবিতা, বাঙালির গান এবং বাঙালি জাতিকে একটা নতুন রূপ দিয়েছিলেন রবীন্দ্র নাথ ঠাকুর। তিনি বাঙালি জাতির নতুন পরিচয় দিয়েছিলেন। তাই সম্মান জানিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন করার আয়োজন করা হয়েছে। সরকার চায় ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি ও কবিগুরুর চিন্তাধারায় সকলকে অনুপ্রাণিত করে বাঙালির সমাজকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করার জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লড়াই করে গেছে সামাজিকভাবে সংস্কৃতির মধ্যে দিয়ে এবং গানের মধ্যে স্বপ্ন পূরণের। তাই দিনটি বিশেষ গুরুত্বের সাথে পালন করা হচ্ছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি এদিন রবীন্দ্র কাননে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, টি নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।