অমৃতসর, ৯ মে (হি.স.): পঞ্জাব সীমান্ত থেকে মাদক পাচারের চেষ্টা ফের ব্যর্থ করে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ৯টি প্যাকেটে প্রায় ১১ কেজি হেরোইন নিয়ে একটি ড্রোন পাকিস্তানের দিক থেকে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ সেই ড্রোনটি গুলি করে নামায়। সীমান্ত রক্ষী বাহিনীর পঞ্জাব ফ্রন্টিয়ার জানিয়েছে, সোমবার পঞ্জাবের অমৃতসর সেক্টরে পাকিস্তানি ড্রোনের আরও একটি মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিএসএফ।
পাকিস্তানের দিক থেকে উড়ে আসা একটি ড্রোনকে গুলি করে নামান বিএসএফ জওয়ানরা। ওই ড্রোনে ৯টি প্যাকেটে মাদক ছিল। একটি ব্যাগের মধ্যে করে ৯টি প্যাকেট নিয়ে ভারতের দিকে উড়ে আসছিল ওই ড্রোনটি। ১০.৬৭০ কেজি হেরোইন উদ্ধার হয়েছে। ড্রোনটি খতিয়ে দেখা হচ্ছে।