Friday, April 19, 2024
বাড়িজাতীয়দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুরক্ষাকে দুর্ভেদ্য করাই মোদী সরকারের মূল লক্ষ্য :...

দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুরক্ষাকে দুর্ভেদ্য করাই মোদী সরকারের মূল লক্ষ্য : অমিত শাহ

হিঙ্গলগঞ্জ, ৫ মে (হি.স.): দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুরক্ষাকে দুর্ভেদ্য করাই নরেন্দ্র মোদী সরকারের মূল লক্ষ্য। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বোট অ্যাম্বুলেন্স এবং বিএসএফ-এর ভাসমান আউটপোস্টের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোট ছয়টি ভাসমান আউটপোস্টের উদ্বোধন করেন।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে, এর অন্যতম প্রধান কারণ হল আমাদের সীমান্ত সুরক্ষিত। আমাদের জওয়ানরা সর্বদা তৎপর থেকে দেশের সীমান্ত সুরক্ষিত করছেন তাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি নিশ্চিন্তে ঘুমোই।” অমিত শাহ এদিন সীমান্ত রক্ষী বাহিনীর সাহসিকতার প্রশংসা করে বলেছেন, “বিএসএফ-এর বীরত্ব এবং উৎসর্গের কারণেই, এই বাহিনী এখনও পর্যন্ত একটি মহাবীর চক্র, চারটি কীর্তি চক্র, ১৩টি বীর চক্র এবং ১৩টি শৌর্য চক্র পেয়েছে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুরক্ষাকে দুর্ভেদ্য করাই মোদী সরকারের মূল লক্ষ্য। বিএসএফ-এর কাছে বিশ্বের আধুনিক প্রযুক্তি উপলব্ধ করাই আমাদের লক্ষ্য। আজ এই তিনটি ভাসমান বিওপি সতলেজ, কাবেরী এবং নর্মদা জাতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। এসব বিওপি সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত।” অমিত শাহ আরও বলেছেন, “যে ধরনের আধুনিক ব্যবস্থা করা হয়েছে তা এখানে অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে পর্যাপ্ত। ৮০ কিলোমিটারের এই এলাকাটা খুবই কঠিন, কিন্তু আপনাদের সাহসিকতায় আমার পূর্ণ আস্থা আছে। এখানে একটি মৈত্রী সংগ্রহশালার ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে।” বিএসএফ-এ মহিলাদের অংশগ্রহণ প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, “এখন বিএসএফ-এও মেয়েদের মোতায়েন করা হচ্ছে। মেয়েরা গর্বের সঙ্গে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারত মায়ের সেবা করছেন। মহিলাদের জন্য পৃথক ব্যারাক এবং সমস্ত সুবিধার যত্ন নেওয়ার জন্য, ভারত সরকার একটি পাঁচ বছরের প্রোগ্রাম তৈরি করেছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য