নয়াদিল্লি, ৫ মে (হি.স.) : বৃহস্পতিবার দিল্লি মন্ত্রিসভা একটি স্টার্ট-আপ নীতি অনুমোদন করেছে। এর ফলে যুবকদের দিল্লিকে বিশ্বের স্টার্টআপ গন্তব্যে পরিণত করার জন্য কোম্পানি স্থাপনে সরকার আর্থিক সহায়তা প্রদান করতে চায়।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, “দিল্লি মন্ত্রিসভা ‘দিল্লি স্টার্টআপ নীতি’ পাস করেছে, দিল্লির যুবকদের সরকার আর্থিক সহায়তার সাহায্যে দিল্লিতে ব্যবসা চালাতে সহায়তা করবে।” তিনি বলেন, “আমাদের তরুণদের মধ্য থেকে উদ্যোক্তা এবং ব্যবসায়ী তৈরি করা আমার হৃদয়ের খুব কাছের একটি বিষয়। আমাদের তরুণদের অসাধারণ সম্ভাবনা রয়েছে। সঠিক সুযোগ দেওয়া হলে, তারা বিশ্বের যে কারও সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। শুধু ভারত নয়, আমরা দিল্লিকে স্টার্টআপ হতে দেখব। ” এদিন একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দিয়ে কেজরিওয়াল বলেন, সরকার ইন্টারনেট এবং অফিস স্পেস ভাড়ার মতো মৌলিক সুবিধাগুলি ভর্তুকি দেবে। প্রয়োজনে স্টার্টআপগুলিকে তাদের কর্মীদের বেতন দিতেও সাহায্য করা হবে।