Friday, April 19, 2024
বাড়িজাতীয়করোনার টিকা নেওয়ার জন্য কাউকে বাধ্য করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের

করোনার টিকা নেওয়ার জন্য কাউকে বাধ্য করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের



নয়াদিল্লি, ২ মে (হি. স.) : এবার থেকে করোনার টিকা নেওয়ার জন্য কাউকে বাধ্য করা যাবে না। এমনই নির্দেশ দিল ভারতের সর্বোচ্চ আদালত। সোমবার সর্বোচ্চ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

কেন্দ্রের টিকা নীতি নিয়ে ড. জ্যাকব পিল্লাইয়ের একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্র সরকারের টিকাকরণ কর্মসূচি যুক্তিযুক্ত। কিন্তু তার অর্থ এই নয় সবাইকে টিকা নিতেই হবে। এই ব্যাপারে কোনও তরফ থেকে ব্যক্তিকে টিকা নেওয়ার জন্য বাধ্য করা যাবে না। রায় দিতে গিয়ে দুই বিচারপতির বেঞ্চ সংবিধানের ২১ নম্বর ধারার উল্লেখ করেন। যে ধারায় ব্যক্তি মানুষের শরীরের ওপর তার অধিকারের কথা বলা হয়েছে। পাশাপাশি কেন্দ্রকে সুপ্রিম কোর্টে জানিয়েছে, ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়াও জনসমক্ষে প্রকাশ করতে হবে। কেন্দ্রের তরফে সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করে বলা হয়েছে, এই জনস্বার্থ মামলা জনস্বার্থ বিরোধী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাই একমাত্র অস্ত্র। সে কারণে সরকার টিকাকরণের ওপর জোর দিচ্ছে। কেন্দ্রের এই যুক্তিকে ডিভিশন বেঞ্চ একেবারে খারিজ করে দেয়নি। পাশাপাশি এটাও বলেছে, ব্যক্তিস্বাধীনতার অধিকারকেও আমাদের গুরুত্ব দিতে হবে। সে কারণেই বলা হচ্ছে, টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য