স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে : বড়সড় দুর্ঘটনার হাত থেকে হতে রক্ষা পেলেন টি টি এ এ ডি সি-র চেয়ারম্যান জগদীশ দেববর্মা। ঘটনা মঙ্গলবার জাতীয় সড়কে বড়মুড়া এলাকায়। জানা যায় টিটি এ এ ডিসি-র চেয়ারম্যান জগদীশ দেববর্মা তাঁর এস্কর্ট সহ কাঞ্চনপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
বড়মুড়া থার্মাল প্রোজেক্টের কাছাকাছি সালকাকামি এলাকাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে উনার এসকর্টের গাড়ির সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে জগদীশ দেববর্মার এসকর্টে নিযুক্ত চারজন টিএসআর এবং গাড়ির ড্রাইভার সহ মোট পাঁচজন আহত হন। আহত সকলকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে জানা যায় আহত পাঁচ জনের চিকিৎসা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চলছে। জগদীশ দেববর্মা জানান অল্পের জন্য তাঁর গাড়ী সংঘর্ষ থেকে রক্ষা পেলেও এস্কর্কটে থাকা গাড়ি এবং ৫ জন আহত হয়েছে। তিনি আরো জানান গাড়ির ড্রাইভার এর বিচক্ষণতার কারণেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়।