নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): সমাজ সংস্কারক শ্রী নারায়ণ গুরু আধ্যাত্মিকতার পাশাপাশি আধুনিক ভারত গড়ারও পথ দেখিয়েছেন। তাঁরই আদর্শেই সবকা সাথ সবকা বিকাশ-এর পথে এগিয়ে চলছে ভারত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দিল্লি থেকে শিবগিরি তীর্থযাত্রার ৯০ তম বার্ষিকী এবং ব্রহ্ম বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারা বছর ধরে যে কর্মসূচি পালন করা হবে তার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যৌথ উদযাপনের লোগোটিও তিনি প্রকাশ করবেন।
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, শিবগিরি তীর্থযাত্রার ৯০ তম বার্ষিকী এবং ব্রহ্ম বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী শুধুমাত্র একটি সংস্থার যাত্রা নয়, ভারতীয়দের জীবনে উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। সমাজ সংস্কারক শ্রী নারায়ণ গুরু আধ্যাত্মিকতার পাশাপাশি আধুনিক ভারত গড়ার পথ দেখিয়েছেন। তাঁরই আদর্শে সবকা সাথ সবকা বিকাশ-এর পথে এগিয়ে চলছে ভারত। প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, বারাণসীর কাশী বিশ্বনাথ হোক অথবা শিবগিরি হোক সবকটি শিব তীর্থক্ষেত্রই ভারতীয়দের কাছে বিশেষ অনুভূতির স্থান। তীর্থক্ষেত্র গুলি শুধু আস্থা অর্জনের নয় এক ভারত, শ্রেষ্ঠ ভারতের প্রকৃত উদাহরণ।